0 Subsribers আকাশের দিগন্তে মেঘের বেদনা, আমার দিগন্ত হৃদয়ের উচ্ছ্বল। এই দিগন্তের অনন্তে দাঁড়িয়ে হারিয়ে যাই আমি দিগন্তের খোঁসায় আর উড়ে যায় জগতের ভেতর দিয়ে মহাজগতে, ঈশ্বরের কল্পনা, মর্ত্যের বেদনা আমাকে নাজুক করে তোলে।আহা, ঝড়ের আগে মেঘের রঙে রাঙানো দিনে উড়ে এলো একাঝাঁক বালিহাঁস।ক্ষানিকটা রোদ, ক্ষানিকটা বৃষ্টিতে তারা পথ হারালো। আমি উদাসী দৃষ্টিতে এই নীল সাদা মেঘে, এই নির্জন সৃষ্টির অনন্তে ডুবেছি। আমি ভালোবেসেছি এই প্রান্তর বুনোহাঁস, বুনোঘাস, বুনোমেয়ে। আহা, কি রূপ-অরূপে ডুবিয়ে দিলো প্রাণ। আমি প্রাণে প্রাণে মিল খু্ঁজে ফিরি।
এই গুমধুম সীমান্ত এলাকা। পাহাড়৷ সমতল, নদী, নাশী, জিরি, জোরা মিলে এক অনিন্দ্য জনপদ।